January 22, 2025
আঞ্চলিক

ডুমুরিয়ার পল­ীশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচন সম্পন্ন

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়া উপজেলার পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে দু’টি প্যানেলের মধ্যে সুজিত প্যানেল নিরাঙ্কুশ ভাবে জয়লাভ করেছে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট ৪৬২ জন ভোটারের মধ্যে ৩৯৯ জন ভোট দেন।

নির্বাচনে সুজিত প্যানেল ও সরোজ প্যানেল প্রতিদ্ব›িদ্বতা করে। এরমধ্যে সর্বোচ্চ নিমাই মন্ডল ২০৭ ভোট পেয়ে প্রথম স্থান লাভ করে। দ্বিতীয় হয় নির্মল মন্ডল তিনি পান ২০৫ ভোট, তৃতীয় হয় ভুদেব মন্ডল প্রাপ্ত ভোট ১৯৬ এবং চতুর্থ হয় বিজন বিহারী সরকার প্রাপ্ত ভোট ১৯২। এছাড়া মহিলা পদে শিউলি বাওয়ালি ২১০ ভোট পেয়ে জয়লাভ করে। পরাজিত সরোজ প্যানেলের প্রার্থী অনিমেষ মন্ডল পান ১৭৮ ভোট, দেবব্রত সানান পান ১৭৪ ভোট, চিত্তরঞ্জন সানা পান ১৭৩ ভোট, প্রতাপ সরকার পান ১৬৯ ভোট এবং একই প্যানেলের মহিলা প্রার্থী সুচন্দা সরকার পান ১৮২ ভোট। নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা রির্সোস সেন্টার ইন্সট্রাক্টর মোঃ মনির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক প্রভাষ চন্দ্র সরকার, সভাপতি সুজিত কুমার মন্ডল, এস আই প্রদ্যুৎ রায়।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *