January 31, 2026
আঞ্চলিক

ডুমুরিয়ার দেড়–লী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩২তম জন্ম মহোৎসব পালিত

 

শাহ্পুর (ডুমুরিয়া) প্রতিনিধি

ডুমুরিয়া দেড়–লী শ্রী শ্রী ঠাকুর অনুক‚ল চন্দ্রের ১৩২তম শুভ জন্ম মহোৎসব গতকাল বুধবার বিকাল ৫টায় দেড়–লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অুনষ্ঠিত হয়। উৎসবে দ্বিবতী রাণী মন্ডলের সভানেতৃত্বে সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সবিতা রাণী রায়, সভায় ভক্তি সংগীত পরিবেশন করেন ছন্দা রাণী, অর্পিতা রাণী, শুতি রাণী প্রমুখ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন এস, পি, আর অধ্যপক দুলাল চন্দ্র মন্ডল। উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে বক্তব্য রাখেন এস পি আর নির্বাহী সদস্য সৎসঙ্গ।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন এস, পি, আর কালিচরন মন্ডল, সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অজয় সরকার সম্পাদক সৎসঙ্গ বিহার খুলনা, শিক্ষক জয়দেব কুমার বিশ্বাস, উপেন্দ্রনাথ সরকার, হিমাংশু বাহাদুর, কৃষ্ণপদ মন্ডল, রুহিদাস মন্ডল, দিলিপ কুমার তরফদার, রাধাকান্ত বিশ্বাস, সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রসেনজিৎ কুমার মন্ডল। পরিশেষে সংগীত অনুষ্ঠান পরিচালনা করেন আশীষ কুমার (যাজক) এবং গৌরঙ্গ বিশ্বাস খুলনা বেতার। অনুষ্ঠানের ২য় পর্বে বক্তব্য রাখেন অমল কৃষ্ণ মন্ডল এবং তাপস সরদার পরিশেষে সর্বস্তরের ভক্তদের মাঝে ঠাকুরের প্রসাদ বিতারন করেন। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন ডা. প্রবির কুমার বিশ্বাস।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *