December 21, 2024
আঞ্চলিক

ডুমুরিয়াতে রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার

ডুমুরিয়া প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ার নতুন রাস্তা-কদমতলা সড়কের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। এতে করে স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। জানা যায়, খর্ণিয়া ইউনিয়নের নতুন রাস্তা মোড় থেকে গোনালী খাঁ বাড়ী পর্যন্ত প্রায় ১০২৭ মিটার রাস্তার কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান জোস্ন্যা এন্টারপ্রাইজ। প্রকল্পের ব্যায় ধরা হয়েছে ৩৪ লক্ষ ৫১ হাজার ৬৭৬ টাকা। প্রতিষ্ঠানটির কাজ শুরু থেকেই বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নিম্নমানের ইটের খোয়া ব্যাবহার করা হচ্ছে। এতে রাস্তার কাজ শেষ হওয়ার  কয়েকদিনের মধ্যে রাস্তা নষ্ট হওয়ার আশঙ্কা করছে স্থানীয়রা।

স্থানীয়ারা অভিযোগ করে বলেন, নতুন রাস্তা- কদমতলা সড়কের কাজে যে ইট, খোয়া ব্যাবহার করছে তা অত্যন্ত নিম্নমানের। এতে করে দুদিন পরেই রাস্তার অস্তিত্ব থাকবে না। এ কাজ করার চেয়ে না করাই ভালো। আমরা কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এ ব্যাপারে ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ বলেন, আমি দেখেছি রাস্তার কাজে ব্যবহারের জন্য যে খোয়া রাখা হয়েছে তা অত্যন্ত নিম্নমানের। ওই খোয়া দিয়ে যদি রাস্তার কাজ করার চেষ্টা করে তাহলে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে বলে জানান তিনি।

স্থানীয় বাসিন্দা আব্দুল লিটন শেখ ও মোঃ জিয়াউর রহমান গাজী বলেন, রাস্তার কাজে যে সামগ্রী ব্যাবহার করা হচ্ছে তা নিম্নমানের, এভাবে রাস্তা করলে বেশীদিন টিকবে না। ডুমুরিয়া উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস বলেন,আমি এখনো কোনো অভিযোগ পাই নাই। তিনি সরেজমিনে দেখে ব্যাবস্থা নেওয়ার কথা জানান।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *