ডুমরিয়ায় এসএসসি পরীক্ষায় অসাদুপায় অবলম্বনে শিক্ষক ও শিক্ষার্থীর দণ্ড
ডুমুরিয়া প্রতিনিধি
ক্ষমতার অপব্যবহার করে শিক্ষার্থীর কাছ থেকে ক্যালকুলেটর নিয়ে নেয়ায় অংক পরীক্ষা ভাল হয়নি ঋতু সরদারের। এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট ওই পরিক্ষার্থীর অভিভাবক সুভাষ সরদার লিখিত অভিযোগ করলে তাকে কেন্দ্র থেকে প্রত্যাহার করে অন্য আরেকটি পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব দেয়া হয়েছে। ঘটনাটি গতকাল মঙ্গলবার ডুমুরিয়া উপজেলার দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ঘটেছে। এছাড়া এসএসসি ও সমমান পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের জন্য এক শিক্ষক ও অপর এক শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।
উপজেলা নির্বাহি অফিসারের নিকট দেয়া অভিযোগ পত্রে বলা হয়েছে এসএসসি পরিক্ষার্থী ঋতু সরদার অংক পরিক্ষার হলে বোর্ড কর্র্তৃক অনুমোাদিত ক্যালকুলেটর মেশিন বেআইনীভাবে সীজ করে নেয়া হয়। এতে সে অংকে ভাল পরিক্ষা দিতে পারেনি। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহি অফিসার দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহাদাত হোসেনকে প্রত্যাহার করে চুকনগর হাছানিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে দায়িত্ব দেয়া হয়। তবে ক্ষমতার অপব্যবহারকারী ওই কর্মকর্তাকে অন্য আরেকটি কেন্দ্রের দায়িত্ব দেয়ায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে
অপরদিকে ডুমুরিয়া এনজিসি এন্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব পালনকারী শিক্ষক মো: হাফিজুর রহমানকে পরিক্ষার্থীকে নকল সরবরাহের অভিযোগে ১৫ দিনের কারাদন্ড দেয়া হয়। চুকনগর হাছানিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে এক পরিক্ষার্থীকে নকল করার দায়ে বহিস্কার করা হয় বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহি অফিসার সঞ্জীব দাশ।