ডিসেম্বরেই করোনা আক্রান্ত হয়েছিলেন জকোভিচ!
বিশ্বের নাম্বার ওয়ান টেনিস তারকা নোভাক জকোভিচের অস্ট্রেলিয়ান ভিসা সংক্রান্ত জটিলতা কেবল বাড়ছেই। এবার জানা গেছে, গত ডিসেম্বরেই করোনা পজিটিভ হয়েছিলেন তিনি। প্রশ্ন উঠেছে, তবুও কিভাবে তিনি বিশেষ মেডিক্যাল ছাড়পত্র পেয়েছেন?
জকোভিচের করোনা আক্রান্ত হওয়ার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন তার আইনজীবী। তারপরও অস্ট্রেলিয়ায় আসার অনুমতি পেয়েছিলেন বিশ্বের নাম্বার ওয়ান টেনিস তারকা।
আদালতে জকোভিচের আইনজীবীর দেয়া এ তথ্যের ফলেই তার অস্ট্রেলিয়ান বিতর্ক চলে গেলো নতুন মোড়ে। জকোভিচের আইনজীবীদের পক্ষ থেকে বলা হয়েছে, গত মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন টেনিস তারকা। কোভিড-১৯ পজিটিভ হলেও তিনি ছিলেন লক্ষ্মণহীন।
টিকা দেওয়ার নিয়ম থেকে চিকিৎসা ছাড় পেয়েছিলেন। এরপর অস্ট্রেলিয়া ভ্রমণের আগে দেশটির ইমিগ্রেশন বিভাগ থেকে লিখিত অনুমোদন পেয়েছিলেন। আইনজীবীদের উপস্থাপিত নথিতে উল্লেখ আছে, ২০২১ সালের ১৬ ডিসেম্বর প্রথম পিসিআর পরীক্ষায় করোনা পজিটিভ ছিলেন জকোভিচ।