January 21, 2025
আঞ্চলিক

ডিসি সাবিনা ইয়াসমিন মালার মায়ের দাফন সম্পন্ন

পাইকগাছা প্রতিনিধি

মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে নিজ বাড়িতেই শায়িত হলেন শহীদ মুক্তিযোদ্ধা শেখ মাহাতাব উদ্দিন মনি মিয়ার স্ত্রী ও পাইকগাছার কৃতি সন্তান জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন মালার মা ছালমা বেগম। গতকাল শুক্রবার জুম্মাবাদ বাসস্ট্যান্ড মাদ্রাসা মাঠে মরহুমার জানাযা অনুষ্ঠিত হয়। পরে পৌরসভার ৫নং ওয়ার্ডের সরল গ্রামের নিজ বাড়িতেই মরহুমার দাফন সম্পন্ন করা হয়।

জানাযা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু, বিভাগীয় কমিশনার ড. মুহাঃ আনোয়ার হোসেন হাওলাদার, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, মরহুমার জামাতা ও জেলা জজ শরীফ হোসেন হায়দার, উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না, মেয়র সেলিম জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার জয়নুদ্দীন জয়, ওসি এমদাদুল হক শেখ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, এড. জি.এ. সবুর, অধ্যক্ষ রবিউল ইসলাম ও মিহির বরণ মণ্ডল, ডাঃ মুহাম্মদ কওছার আলী গাজী, মরহুমার ছেলে শেখ আনিছুর রহমান মুক্ত, জেলা যুবলীগ নেতা জসিম উদ্দীন বাবু, শামিম হোসেন, হারুন-অর-রশিদ, শেখ রাশেদুল ইসলাম রাসেল, প্রভাষক ময়নুল ইসলাম, কাউন্সিলর এস.এম. ইমদাদুল হক, এস.এম. তৈয়েবুর রহমান, আনন্দ মোহন বিশ্বাস, শেখ ইকবাল হোসেন খোকন, আব্দুর রাজ্জাক রাজু, এড. মোর্তাজা জামান আলমগীর রুলু, ইলিয়াস হোসেন, দাউদ শরীফ, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আফি আজাদ বান্টি, জেলা ছাত্রলীগ নেতা শাকিল খান, পার্থ প্রতীম চক্রবর্তী, মাসুদুর রহমান মানিক, শেখ জামাল হোসেন, কবির উদ্দীন সরদার, শফিকুল ইসলাম মোড়ল, ইদ্রিসুর রহমান ও ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওঃ জালাল উদ্দীন। দাফন শেষে এম.পি.  বিভাগীয় কমিশনার, উপজেলা চেয়ারম্যান ও ইউএনও মরহুমার বাড়িতে গিয়ে  জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন সহ শোকাহত পরিবারকে সমবেদনা জানান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *