ডিবি পুলিশের হতে মহেশপুরে মদসহ বিক্রেতা আটক
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর থেকে শনিবার বিকালে নিজাম উদ্দিন (৫৬) নামে একজন মদ বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি পুলিশ)। এসময় উদ্ধার করা ৯০ লিটার চেলাইমদ। নিজাম উদ্দিন মহেশপুর উপজেলার বগবতি হঠাৎপাড়া গ্রামের মৃত পবন মন্ডলের ছেলে।
গোয়েন্দা (ডিবি)পুলিশের ওসি জাহাঙ্গীর হোসেন জানান, ডিবি পুলিশ জানতে পারে মহেশপুরে নিজাম মদ বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালনা করলে নিজামকে ৯০ লিটার চেলাইমদসহ আটক করে ডিবি পুলিশ। নিজামের নামে মহেশপুর থানায় একটি মাদক মামলা হয়েছে বলে তিনি আরো জানান।