ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ও দেশের আর্থসামাজিক উন্নয়নে শ্রেষ্ঠ জেলা খুলনা
দ: প্রতিবেদক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার ও প্রয়োগের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ও দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ জেলা হিসেবে ‘৩য় ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯’ সম্মাননা পেলো খুলনা জেলা।
গতকাল বুধবার ডিজিটাল বাংলাদেশের রূপকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে এ সম্মাননা গ্রহণ করেন খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন।
এদিকে জেলা প্রশাসকের গতিশীল নেতৃত্বে খুলনা জেলা শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করায় অভিনন্দন খুলনাবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। একই সাথে উন্নয়নের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় খুলনা জেলার এরকম সাফল্যগাঁথা ভবিষ্যতেও অব্যাহত থাকবে- খুলনাবাসীর এটাই প্রত্যাশা।
উল্লেখ্য, মোহাম্মদ হেলাল হোসেন কুমিল্লা জেলার হোমনা উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মকালীন ২০১২ সালে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ক্ষেত্রে অনবদ্য ভূমিকা রাখায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসারের পুরস্কার লাভ করেন।