ডাক বিভাগের কৈয়া বাজার শাখার উদ্বোধন
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলার শহীদ আবুল কাশেম কলেজের সন্মুখে ডাক বিভাগের কৈয়া বাজার শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের সচিব অশোক কুমার বিশ্বাস উক্ত শাখার শুভ উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যোর মধ্যে উপস্থি ছিলেন ডাক বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ হারুন অর-রশীদ ও মোঃ ফয়জুল আজিজ, কলেজের সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হোসেন সহ খুলনা ডাক বিভাগের কর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তিবর্গ।