ডাকসু ভবনে সন্ত্রাসী হামলায় যুব ইউনিয়নের প্রতিবাদ সভা
খবর বিজ্ঞপ্তি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদÑডাকসু ভবনে বিভিন্ন সংগঠনের নামধারী সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে ভিপি নূরসহ সংসদ নেতৃবৃন্দকে আহত করায় বর্বোচিত হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ যুব ইউনিয়ন, খুলনা জেলা কমিটির এক প্রতিবাদ সভা সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ যুব ইউনিয়ন-এর কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এড. মোঃ বাবুল হাওলাদার। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক জয়ন্ত মুখার্জী, যুব নেতা ধীমান বিশ্বাস, এড. খান আজরফ হোসেন মামুন, আফজাল হোসেন রাজু, তুষার বর্মণ, জামসিদ হাসান জিকু, বনমালী বৈদ্য, শংকর মণ্ডল, সুজ্জাতুন মুন, অমল মণ্ডল, রেজাউল করিম প্রমুখ।