December 23, 2024
জাতীয়

ডাকসু নির্বাচনে দুপুর ২টার মধ্যে কেন্দ্রে ঢুকলেই দেয়া যাবে ভোট

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে দুপুর ২টার মধ্যে যারা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন কেবল তারাই ভোট দিতে পারবেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে নির্ধারিত সময় মধ্যে সকাল ৮টা থেকে ২টা পর্যন্ত প্রায় ৪৩ হাজার ভোটগ্রহণ সম্ভব হবে না বলে বিভিন্ন ছাত্রসংগঠন সময় বাড়ানোর দাবি জানালে প্রভোস্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে নির্বাচনের দিন গণমাধ্যমের ওপর ব্যাপক কড়াকড়ি আরোপ করেছে কর্তৃপক্ষ। নিষিদ্ধ করা হয়েছে সরাসরি সম্প্রচারও। এতে বলা হয়, প্রতিটি ভোটকেন্দ্রে ‘আর্চওয়ে মেটাল ডিটেক্টর’ স্থাপন করা হবে। শিক্ষার্থীদের আইডি কার্ড দেখিয়ে নিজ নিজ ভোটকেন্দ্রে প্রবেশ করতে হবে। দুপুর ২টার মধ্যে যারা কেন্দ্রে প্রবেশ করবে তাদের সবারই ভোটগ্রহণ করা হবে। ‘ভোটার নিজের আইডি কার্ড দেখিয়ে ব্যালট পেপার সংগ্রহ করে প্রার্থীর নামের ডানপাশে নির্ধারিত ঘরে ক্রস চিহ্ন দিয়ে ভোটাধিকার প্রয়োগ করবে। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ বুথ ও প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা রাখা হবে।’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *