ডর্টমুন্ডের মাঠে বার্সার স্বস্তির ড্র
আক্রমণে আধিপত্য করল বরুসিয়া ডর্টমুন্ড। কিন্তু গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেনের বাধা পেরুতে পারল না দলটি। বাধ সাধলো ক্রসবারও। দুইয়ে মিলিয়ে স্বস্তির ড্র নিয়ে মাঠ ছাড়লো ম্যাচ জুড়ে নিজেদের খুঁজে ফেরা বার্সেলোনা।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ডর্টমুন্ডের সিগনাল ইদুনা পার্কে মঙ্গলবার রাতে ‘এফ’ গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
ডর্টমুন্ডের শুরুটা ছিল বেশ ভালো। প্রথম দশ মিনিটে প্রতিপক্ষের রক্ষণে বেশ কবার ভীতি ছড়ায়। তবে লক্ষ্যে শট নিতে পারেনি একবারও। বিপরীতে ধীরে ধীরে গুছিয়ে ওঠা বার্সেলোনা বরাবরের মতোই অধিকাংশ সময় বল দখলে রেখে আক্রমণের চেষ্টা করে যায়। তবে সেগুলো সবই ছিল ধারহীন।
প্রথমার্ধের একমাত্র উল্লেখযোগ্য সুযোগটি স্বাগতিকরা পায় ২৫তম মিনিটে। তবে সতীর্থের রক্ষণচেরা পাস ডি-বক্সে পেয়ে মার্কো রয়েসের নেওয়া শট পা দিয়ে ঠেকিয়ে জাল অক্ষত রাখেন বার্সেলোনা গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন।
হতাশাজনক পারফরম্যান্সের মাঝে বিরতির খানিক আগে বড় একটা ধাক্কা খায় বার্সেলোনা। পায়ে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন লেফট-ব্যাক জর্দি আলবা। বদলি নামেন মূলত রাইট-ব্যাক হিসেবে খেলা সের্হি রবের্তো!
দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচে প্রথম সুযোগ পায় বার্সেলোনা। তবে লুইস সুয়ারেসের কোনাকুনি শট ঠেকিয়ে দেন গোলরক্ষক।
খানিক পর উল্টো গোল খেতে বসেছিল অতিথিরা। ডি-বক্সে জেডন স্যানচোকে ডিফেন্ডার নেলসন সেমেদো ফাউল করলে পেনাল্টি পায় ডর্টমুন্ড। তবে রয়েসের শট বাঁদিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন টের স্টেগেন। ৭৫তম মিনিটে ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে উড়িয়ে মেরে আবারও হতাশ করেন জার্মান ফরোয়ার্ড রয়েস।
বার্সেলোনার রক্ষণে প্রচণ্ড চাপ বাড়ানো ডর্টমুন্ড কয়েক মিনিটের মধ্যে আরও দুটি ভালো সুযোগ পায়। তবে সাফল্য রয়ে যায় অধরা। ইউলিয়ান ব্রান্ডটের জোরালো শট পোস্টে লেগে ফেরার পর কাছ থেকে তার আরেকটি প্রচেষ্টা রুখে দেন টের স্টেগেন।
লিগের গত দুই ম্যাচে ভিন্ন দুটি রেকর্ড গড়া আনসু ফাতি এই ম্যাচে মাঠে নেমেই গড়ে ফেলেন আরেকটি দারুণ কীর্তি। হয়ে যান বার্সেলোনার হয়ে সবচেয়ে কম বয়সে চ্যাম্পিয়ন্স লিগে খেলা ফুটবলার। তবে এ যাত্রায় আর কোনো বিস্ময় উপহার দিতে পারেননি তিনি।
৬০তম মিনিটে তাকে বসিয়ে লিওনেল মেসিকে নামান কোচ। চোট কাটিয়ে ফেরা অধিনায়কও পারেননি দলকে আনন্দের উপলক্ষ্য এনে দিতে।
‘এফ’ গ্রুপে দিনের প্রথম ম্যাচে চেক রিপাবলিকের চ্যাম্পিয়ন স্লাভিয়া প্রাহার সঙ্গে ঘরের মাঠে ১-১ ড্র করেছে ইতালির ইন্টার মিলান।
গতবারের চ্যাম্পিয়ন লিভারপুলের শুরুটা হয়েছে ভীষণ বাজে। ‘ই’ গ্রুপে নাপোলির মাঠে ২-০ গোলে হেরে গেছে ইয়ুর্গেন ক্লপের দল। এই গ্রুপের আরেক ম্যাচে অস্ট্রিয়ার দল সালসবুর্ক ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে বেলজিয়ামের হেঙ্ককে।
‘জি’ গ্রুপে পর্তুগিজ ক্লাব বেনফিকার মাঠে ২-১ গোলে জিতেছে জার্মানির লাইপজিগ। ফ্রান্সের লিওঁ ও রাশিয়ার জেনিত সেন্ট পিটার্সবার্গের মধ্যে গ্রুপের অপর ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
‘এইচ’ গ্রুপে ইংলিশ ক্লাব চেলসির মাঠে ১-০ গোলে জিতেছে স্পেনের ভালেন্সিয়া। আরেক ম্যাচে ফ্রান্সের লিলকে ৩-০ গোলে হারিয়েছে গতবারের সেমি-ফাইনালিস্ট ডাচ ক্লাব আয়াক্স।