ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
দক্ষিণাঞ্চল ডেস্ক
ঠাকুরগাঁওয়ের ধর্মগড় এলাকায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত জাহাঙ্গীর আলম রাজু (২১) জেলার রাণীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের বাদশা মিয়ার ছেলে। বিজিবি ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, শুক্রবার ভোরে জেলার রাণীশংকৈল উপজেলার ধর্মগড় এলাকায় বিএসএফ তাদের গুলি করে।
জাহাঙ্গীরসহ একদল লোক ধর্মগড়ের ৩৭২/২ এস পিলার এলাকা হয়ে অবৈধভাবে ভারতে ঢোকে। এ সময় ভারতের উত্তর দিনাজপুর জেলার শ্রীপুর বিএসএফ ১৭১ ক্যাম্পের সদস্যরা তাদের গুলি করে। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর মারা যান।
বিএসএফকে চিঠি পাঠিয়ে এ ঘটনার নিন্দা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে সীমান্ত এলাকায় কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক হয়েছে। ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠকের প্রস্তুতি চলছে।