October 30, 2024
জাতীয়

ট্রেন সার্ভিস বন্ধ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি : ডিজি

দক্ষিণাঞ্চল ডেস্ক

করোনাভাইরাসের কারণে ট্রেন সার্ভিস বন্ধ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছেন রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামান। তবে পরিস্থিতি খারাপের দিকে গেলে তখন সরকারের সিদ্ধান্ত মোতাবেক কাজ করবেন বলে জানান তিনি। গতকাল শনিবার বিকেলে তিনি এসব কথা বলেন।

মো. শামছুজ্জামান বলেন, যাত্রীর সুরক্ষায় ইতোমধ্যে প্রতিটি ট্রেন ও স্টেশনে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রত্যেকটা বগিতে জীবাণুনাশক স্প্রে ছিটানো হচ্ছে। এছাড়া বড় রেলস্টেশনগুলোতে করোনা ভাইরাস প্রতিরোধে বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে।

সচেতনতা সৃষ্টির জন্য প্রতিটি স্টেশনে মাইকিং, ট্রেনে অডিও ও প্রত্যেকটা বগির ওয়াশরুমে হাত পরিষ্কার রাখার বিভিন্ন উপকরণ রাখা হয়েছে বলেও জানান তিনি। এদিকে করোনা প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কড়াকড়ি আরোপ করা হয়েছে সভা-সমাবেশ ও জনজমায়েতের ক্ষেত্রেও।

এছাড়া বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে দেশে সব ধরনের নির্বাচন স্থগিত করা হয়েছে। ভাইরাসটির প্রকোপ থাকা পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। আগামী ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনও স্থগিত করা হয়েছে।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *