ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারাদেশের রেল চলাচল বন্ধ
দক্ষিণাঞ্চল ডেস্ক
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুরে গোয়ালন্দ থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী যাত্রীবাহী ট্রেন নকশিকাঁথা লাইনচ্যুত হয়েছে। গতকাল রবিবার রাত সোয়া ৮টার দিকে কোটচাঁদপুরের সাফদারপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে পাকশি পশ্চিম জোন রেলওয়ের কন্ট্রোলার নুরুল ইসলাম জানান, রাত সোয়া ৮টার দিকে গোয়ালন্দ থেকে খুলনাগামী নকশিকাঁথা ট্রেনটি সাফদারপুর স্টেশন এলাকায় পৌঁছালে ইঞ্জিন ও লাগেজভ্যানের চাকা লাইনচ্যুত হয়। এতে খুলনা থেকে রাজশাহী ও ঢাকাগামী সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
নুরুল ইসলাম জানান, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের জন্য এরই মাঝে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে। তবে কখন নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা নিশ্চিত করে জানাতে পারেননি এ কর্মকর্তা।