January 20, 2025
আন্তর্জাতিককরোনা

ট্রায়ালে ৩ করোনা ভ্যাকসিন, বিতরণের পরিকল্পনা প্রস্তুত: মোদী

ভারতের ৭৪তম স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, দেশটিতে করোনা ভাইরাসের তিনটি ভ্যাকসিন ট্রায়ালের ভিন্ন পর্যায়ে রয়েছে এবং তা উৎপাদন করে প্রতিটি ভারতীয় নাগরিকের কাছে বিতরণের পরিকল্পনা প্রস্তুত আছে।

শনিবার (১৫ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

মোদী জানান, শিগগিরই ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশন ঘোষণা করা হবে, যার আওতায় প্রতিটি নাগরিক একটি করে হেলথ আইডি পাবেন।

মোদী বলেন, ‘প্রতিটি ভারতীয় একটি হেলথ আইডি পাবেন। যখনই আপনারা কোনো ডাক্তারের কাছে বা ফার্মাসিতে যাবেন, হেলথ কার্ডে আপনার প্রোফাইলে সব তথ্য থাকবে। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে যেসব ওষুধ-পথ্য দেওয়া হবে, সবকিছু আপনার হেলথ প্রোফাইলে থাকবে। ’

দিল্লির লালকেল্লা থেকে মোদী স্বাধীনতা দিবসের এ ভাষণ দেন।

তিনি করোনাযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার বক্তব্য শুরু করে বলেন, ‘আমরা অদ্ভুত সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। মহামারির কারণে আজ আমরা লাল কেল্লায় কোনো শিশুকে দেখতে পাচ্ছি না। সমগ্র জাতির পক্ষ থেকে আমি সব করোনাযোদ্ধাকে তাদের প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানাতে চাই। সব স্বাস্থ্যকর্মী, চিকিৎসক এবং নার্স, যারা জাতির সেবা করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের ধন্যবাদ জানাই। ’

তিনি বলেন, ‘এ করোনা সংকটে অনেক পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে, অনেকে প্রাণ হারিয়েছে। আমি জানি, ১৩০ কোটি ভারতীয় নাগরিকের সাহায্যে আমরা এ সংকট পরাস্ত করবো। ’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *