ট্রাম্পের টুইট নিয়ে সতর্ক করল টুইটার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি টুইটের ব্যাপারে সতর্ক করে দিয়েছে সামাজিক মাধ্যম টুইটার। ট্রাম্পের টুইট বার্তায় ‘নির্বাচন নিয়ে বিভ্রান্তি সৃষ্টিকারী তথ্য থাকতে পারে’ বলে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে নির্বাচন নিয়ে সঠিক তথ্য খুঁজে দেখার জন্য টুইটার ব্যবহারকারীদের পরামর্শ দেওয়া হয়েছে। খবর বিবিসির।
ডেলাওয়ারে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন এক বক্তৃতায় বিজয়ের ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন। তিনি সবাইকে ভোট গণনা পুরোপুরি শেষ না হওয়ার পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানান।
এর কিছুক্ষণের মধ্যেই এক টুইট বার্তায় বর্তমান রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘তারা (ডেমোক্র্যাট) আমাদের বিজয় চুরি করার চেষ্টা করছে। আমরা তাদের সেটা কখনোই করতে দেব না। নির্বাচন শেষ হওয়ার পরে ভোট গ্রহণ হতে পারে না।’
ওই টুইটের ব্যাপারেই সতর্ক করেছে টুইটার। পুরো নির্বাচনের সময় জুড়ে প্রেসিডেন্ট ট্রাম্প ভোট চুরির নানা অভিযোগ তুলেছেন। কিন্তু এসব অভিযোগের পক্ষে তিনি কোন তথ্যপ্রমাণ দেননি।
নির্বাচনী রাতে ডেলাওয়ারের উইলমিংটনে এক বক্তৃতায় ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বলেন, ‘আমরা জয়ের পথে রয়েছি বলে বিশ্বাস করি। সব ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত এখন আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।’
তিনি আরও বলেন, প্রতিটি ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত এটার (নির্বাচনী প্রক্রিয়ার) সমাপ্তি হবে না। যে অবস্থায় রয়েছি, তাতে আমরা আশাবাদী।
বাইডেন বলেন, আমরা অ্যারিজোনায় জয় পাওয়ার ব্যাপারে আশাবাদী। এর মধ্যেই মিনেসোটায় জয় পেয়েছি। জর্জিয়াতেও আমাদের সম্ভাবনা রয়েছে। মিশিগানে জয় পাওয়ার ব্যাপারেও আমরা আশাবাদী।
পেনসালভানিয়াতে ভোট গণনা শেষ হতে সময় লাগবে। সব ভোট গণনা শেষ হলে সেখানেও আমরা জয় পাওয়ার ব্যাপারে আশাবাদী।
তিনি বলেন, আমরা আগামীকাল সকাল নাগাদ পুরো ফলাফল পেতে পারি। তবে এটা আমার বা ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নয় বলা যে, কে বিজয়ী হবে? এটা আমেরিকান জনগণের সিদ্ধান্ত।
যুক্তরাষ্ট্রে ইলেকটোরাল মোট ভোটের সংখ্যা ৫৩৮। মাইন ও নেব্রাসকা এই দুটো অঙ্গরাজ্য বাদে বাকি সবগুলো রাজ্যের ইলেকটোরাল ভোট যোগ দিলে যে প্রার্থী ২৭০টি বা তারও বেশি ভোট পাবেন তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। এখন পর্যন্ত বাইডেন ২৩৮টি ইলেকটোরাল ভোটে এগিয়ে আছেন। আর ট্রাম্প এগিয়ে ২১৩টিতে।