November 26, 2024
আন্তর্জাতিক

ট্রাম্পের জামাতাকে ২০০ কোটি ডলার দিচ্ছেন সৌদি যুবরাজ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনারের ব্যক্তিগত একটি প্রতিষ্ঠানে ২০০ কোটি ডলার দিচ্ছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

সংবাদমাধ্যম ব্রাজেনের বরাত দিয়ে পার্স টুডের প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসের সাবেক উপদেষ্টা জারেড কুশনারের প্রতিষ্ঠানে সৌদি আরবের যে তহবিল থেকে এই অর্থ দেওয়া হচ্ছে, এর চেয়ারম্যান মোহাম্মদ বিন সালমান।

জারেড কুশনারের এই প্রতিষ্ঠানে এরই মধ্যে ৫০০ কোটি ডলারের বিনিয়োগ এসেছে। তবে মোট কত কোটি ডলার সেখানে নিয়োগ করা হবে, তা এখনও জানা যায়নি।

ট্রাম্পের জামা যে আর্থিক প্রতিষ্ঠান চালু করছেন, তার সদর দপ্তর হতে যাচ্ছে ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি শহরে। চলতি বছরের জুলাইয়ে এমন খবর প্রকাশ পায়।

প্রসঙ্গত, হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা হওয়ার আগে রিয়েল এস্টেট ব্যবসায়ী ছিলেন জারেড কুশনার।

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ নিয়ে রাশিয়ার সঙ্গে জারেড কুশনারের গোপন যোগাযোগ ছিল দাবি করা হয়েছিল। পরে বিষয়টি নিয়ে তদন্ত করে এফবিআই।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *