January 21, 2025
আন্তর্জাতিক

ট্রাম্পের আর্জিতে আমেরিকাকে ৬ লাখ কিট দিচ্ছে দ. কোরিয়া

করোনা ভাইরাসের মরণ ছোবলে জর্জর বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ আমেরিকা। বর্তমানে করোনায় আক্রান্ত ও মৃতের দিক দিয়েও শীর্ষে এ দেশ। দিন দিন এখানে করোনার প্রকোপ আরও বাড়ছে। সব মিলিয়ে ভয়াবহ এক দুর্দিন এখন মার্কিন মুল্লুকে।

ভেঙে পড়েছে স্বাস্থ্য ও অর্থনীতি খাত। পরিস্থিতি মোকাবিলায় হিমশিম খাচ্ছে দেশটি। নেই পর্যাপ্ত মেডিক্যাল সরঞ্জাম। সার্বিক পরিস্থিতিতে বন্ধুস্থানীয় অনেক দেশকেই যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এরই পরিপ্রেক্ষিতে আমেরিকায় ৬ লাখ করোনা শনাক্তকরণ কিট পাঠাচ্ছে মার্কিন মিত্র দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার (১৪ এপ্রিল) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় যুক্তরাষ্ট্রের জরুরি ব্যবস্থাপনা বিভাগের একটী কার্গো বিমানে এসব কিট পাঠানো হবে।

সোমবার (১৩ এপ্রিল) নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। কূটনৈতিকভাবে সংবেদনশীল বিষয় হওয়ায় নিজের নাম প্রকাশে অনীহা জানান ওই কর্মকর্তা।

এর আগে গত ২৫ মার্চ এক ফোনকলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইনকে করোনার টেস্টিং কিটের জন্য অনুরোধ জানান ডোনাল্ড ট্রাম্প।

শেষ খবর পাওয়া পর্যন্ত, সরকারি হিসেব মতে যুক্তরাষ্ট্রে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ২০ জনে। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৫৫ হাজার ৩১৩ জনের।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *