ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ২
ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাকে নিয়ন্ত্রণহীন মাইক্রোবাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।
রোববার ভোরে মধুখালী উপজেলার কামারখালীর আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুর হাইওয়ে পুলিশের করিমপুর থানার এসআই আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- মোশাররফ হোসেন (৮০) এবং আমেনা বেগম (৬৫)। তাদের বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায়। আহতদের মধুখালী ও ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই আব্দুর রহিম বলেন, ভোরে মহাসড়কে একটি স্পিড ব্রেকারের কাছে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় মাইক্রোবাসের দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন কমপক্ষে পাঁচজন। মাইক্রোবাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে।