January 20, 2025
জাতীয়

ট্রাকের ধাক্কায় পিকআপভ্যান পানিতে, প্রাণ হারালেন ২ সহোদর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় একটি পিকআপভ্যানের পানিতে পড়ে গেছে। এতে সুজন ও রাব্বী মিয়া নামে দুই সহোদর নিহত হয়েছেন।

বুধবার (২৭ মে) সকালে উপজেলার ভুলতা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুইজন যাত্রাবাড়ী থানার উত্তর কাজলা এলাকার ইউসুফ চৌধুরীর ছেলে।

কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বাংলানিউজকে জানান, সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় একটি পিকআপভ্যানকে পেছন থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে সেটি ও ট্রাকটি পাশের একটি খালের পানিতে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই পিকআপচালক সুজন মিয়া ও (হেলপার) তার ভাই রাব্বীর মৃত্যু হয়। এ সময় ট্রাকচালক পালিয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *