ট্যাক্সেস এমপ্লয়ীজ এসোসিয়েশনের নবনির্বাচিতদের শপথ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ ট্যাক্সেস এমপ্লয়ীজ ওয়েলফেয়ার এসোসিয়েশন খুলনা বিভাগীয় পরিষদের নব নির্বাচিত নেতৃবৃন্দের শপথ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টায় কর অঞ্চল খুলনার সদর দপ্তরে প্রধান নির্বাচন কমিশনার ও পরিদর্শী অতিরিক্ত কর কমিশনার ড. অঞ্জন কুমার সাহা নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর কমিশনার প্রশান্ত কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন খুলনা কর আপীল অঞ্চলের কমিশনার মোঃ রফিকুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত কর কমিশনার (আপীল) মুন্সী হারুনর রশিদ, অতিরিক্ত কর কমিশনার (পরিদর্শী রেঞ্জ-২) মোঃ মঞ্জুর আলম, যুগ্ম কর কমিশনার (আপীলাত রেঞ্জ-২) মুঃ মহিতুর রহমান, উপ-কর কমিশনার খোঃ তারিফ উদ্দিন আহমেদ (সদর দপ্তর প্রশাসন), মোঃ হাসানুর রহমান (সদর দপ্তর, প্রায়োগিক) ও মোঃ শামসুজ্জামান (সদর দপ্তর, প্রায়োগিক)। শপথ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এসোসিয়েশনের নব নির্বাচিত সভাপতি মোঃ করিমুল ইসলাম। সার্বিক সহযোগীতা করেন নব নির্বাচিত সাধারণ সম্পাদক শেখ রাসেল।