টেলিভিশন গীতিকার অধ্যাপক নারায়ণ রায়ের আজ প্রথম মৃত্যুবার্ষিকী
বটিয়াঘাটা প্রতিনিধি: সরকারি বটিয়াঘাটা (ডিগ্রী) মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের বিশিষ্ঠ গীতিকার অধ্যাপক নারায়ণ চন্দ্র রায়-এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ রবিবার।
খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের তেতুঁলতলা গ্রামে ১৯৪৫ সালের ২০ নভেম্বর এক দরিদ্র কৃষক পরিবারে তাঁর জন্ম। অধ্যাপনার পাশাপাশি তিনি খুলনা জজকোর্টের একজন আইনজীবি ও হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন। তাঁর রচিত গ্েরন্থর মধ্যে রয়েছে “ভাটির গাঙের নাইয়া”, “উজান গাঙের বাঁকে”,“সুজন মাঝি”,“হরিচাঁদ-গুরুচাঁদ কথা” এবং “গানের কথা”। তিনি গাঙচিল সাহিত্য পরিষদের আজীবন সদস্য। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় সংগঠনের সাথেও তিনি জড়িত ছিলেন। এই শিক্ষানুরাগী ১০ মার্চ ২০১৮ আকস্মিকভাবে ব্রেইণস্ট্রোকে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, একপুত্র, পুত্রবধূ, নাতি-নাতনী, এক ভ্রাতা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। এই প্রয়ান দিবসে আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খি ও সকলের কাছে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।