টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক
দক্ষিণাঞ্চল ডেস্ক
কক্সবাজারের টেকনাফ উপজেলায় দেড় লাখ ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে র্যাব। গতকাল সোমবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরার নাফ নদীর ওমর খাল সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র্যাব-১৫ রামু ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর মো. রবিউল ইসলাম জানান। এরা হলেন- হ্নীলা ইউনিয়নের লেদা ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-বøকের ফজল হকের ছেলে আব্দুল লতিফ (২২) ও একই ক্যাম্পের বাসিন্দা হোসেন আহমদের ছেলে জাবেদ ইকবাল (২০)।
রবিউল বলেন, মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার খবরে র্যাব সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেয়। এ সময় ২/৩ জন মাদক কারবারি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে দুই রোহিঙ্গাকে আটক হয়।এ সময় তাদের সঙ্গে থাকা একটি ছোট বস্তা থেকে দেড় লাখ ইয়াবা পাওয়া যায়। আটকদের বিরুদ্ধে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।