December 25, 2024
জাতীয়

টেকনাফে আড়াই লাখ ইয়াবা উদ্ধার  

দক্ষিণাঞ্চল ডেস্ক  

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে আড়াই লাখ ইয়াবা উদ্ধার করছে বিজিবি। বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আছাদুজ্জামান চৌধুরী জানান, উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নাফ নদীর তীরে জাফর আলমের লবণ মাঠ এলাকায় মঙ্গলবার ভোরে এ অভিযান চালানো হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।  

 

আছাদুজ্জামান বলেন, বিজিবির একটি টহল দল ২/৩ জন ব্যক্তিকে বস্তা নিয়ে যেতে দেখে তাদের থামার জন্য সংকেত দেয়। এ সময় বস্তাটি ফেলেই তারা পালিয়ে যায়। পরে ওই বস্তা থেকে আড়াই লাখ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবাগুলো আপাতত বিজিবির হেফাজতে রাখা হয়েছে বলে বিবিজির এ কর্মকর্তা জানান।  

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *