টেকনাফের সৈকতে যুবকের গুলিবিদ্ধ লাশ, ‘পেটে ইয়াবা’
দক্ষিণাঞ্চল ডেস্ক
কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ বলছে, নিহতের পেটে ইয়াবা আলামত পাওয়া গেছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নোয়াখালিয়া পাড়া সংলগ্ন সমুদ্র সৈকত থেকে লাশটি পাওয়া যায় বলে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান।
পুলিশ বলছে, নিহতের বয়স আনুমানিক ২৫/২৬ বছর। ইয়াবা বিক্রেতা চক্রের দ্বন্দ্বে এ হত্যাকান্ড ঘটছে বলে ধারণা করা হচ্ছে। ওসি বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে উদ্ধার করা লাশের পরনে কালো জিন্সের প্যান্ট ও বাদামী রঙের শার্ট রয়েছে।
নিহতের পেট, বুক ও গলায় গুলি লেগেছে; এছাড়া শরীরে চারটি আঘাতের চিহ্ন রয়েছে। আঘাতে পেট ফেটে গিয়ে ভেতরে ইয়াবা থাকার আলামত দেখা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানান।