November 28, 2024
আন্তর্জাতিকখেলাধুলালেটেস্ট

টুর্নামেন্ট সেরা মেসি, ম্যাচ সেরা ডি মারিয়া

ক্রীড়া ডেস্ক
অবশেষে জাতীয় দলের হয়ে শিরোপা খরা দূর করলেন আর্জেন্টাইন মহা-তারকা লিওনেল মেসি। রবিবার অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনালে এঞ্জেল ডি মারিয়ার গোলে ভর করে স্বাগতিক ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে মেসির আর্জেন্টিনা। রিও ডি জেনেইরোর আকইকনিক মারাকানা স্টেডিয়ামে এই জয়ে আর্জেন্টিনার বড় শিরোপার ২৮ বছরের অপেক্ষার অবসান হল। সেই সঙ্গে নিজেদের মাঠে ২৫০০ দিনের অপরাজিত থাকার রেকর্ডটিরও অবসান ঘটল ব্রাজিলের।
আসরে তিনি দলের হয়ে নিজের সবটুকু নিংড়ে দিয়েছেন। সর্বোচ্চ গোলদাতা হিসেবে করেছেন ৪টি গোল। সতীর্থদের দিয়েও গোল করিয়েছেন সর্বাধিক ৫টি। যার সুবাদে জিতেছেন সর্বোচ্চ গোলদাতার গোল্ডেন বুট ও সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল। ম্যাচে একমাত্র জয়সূচক গোলটি করেন পিএসজি তারকা এ্যাঞ্জেল ডি মারিয়া। ২২তম মিনিটে ডি পলের চোখ ধাঁধানো পাসের বল নিয়ে অসাধারণ এক গোল করেন তিনি। ফলে ম্যাচ সেরার পুরস্কার উঠেছে তার হাতে। দুর্দান্ত সব বল রুখে দিয়ে এবারের আসরের সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তাই সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভস লাভ করেছেন তিনি।
মারাকানায় শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার জালে বল জড়াতে পারেনি ব্রাজিল। পুরো ৯০ মিনিট জাল অক্ষত রেখে নিজ দলের শিরোপা জেতানোর পথ সুগম করেছেন গোল রক্ষক মার্টিনেজ। ম্যাচের ৮৮ মিনিটে গাব্রিয়েল বারবোসার বুলেট গতির শট ঠেকিয়ে নিশ্চিত গোল খাওয়া থেকে আর্জেন্টিনাকে রক্ষা করেছেন তিনি। ২৮ বছর বয়সি এই গোলরক্ষক পুরো টুর্নামেন্টে মাত্র ৩টি গোল হজম করেছেন। সেমিফাইনালে টাইব্রেকারে ৩টি পেনাল্টি শট ঠেকিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন মার্টিনেজ।

‌দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *