টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন নগর যুবলীগের
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর যুবলীগের নেতৃবৃন্দ সোমবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেলসহ নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। কেন্দ্রীয় নেতৃবৃন্দ খুলনা মহানগরের নেতৃবৃন্দের দিকনির্দেশনা মূলক উপদেশ দেন। খুলনা মহানগর যুবলীগের নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দদের ফুল দিয়ে বরন করেন। পরে নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন, সদস্য এস এম হাফিজুর রহমান হাফিজ, রোজি ইসলাম নদী, কামরুল ইসলাম, আব্দুল কাদের শেখ, মোঃ আবুল হোসেন, কাজী কামাল হোসেন, নজরুল ইসলাম দুলু, শওকত হোসেন, শেখ মোঃ আলী, অভিজিত চক্রবর্তী দেবু, কবির পাঠান, তাজুল ইসলাম, মোস্তফা শিকদার, কাজী ইব্রাহিম মার্শাল, জুয়েল হাসান দিপু, সাজ্জাদুর রহমান লিংকন, মুহিদুল ইসলাম মিলন, মশিউর রহমান সুমন, মেহেদী হাসান মোড়ল, ইয়াসিন আরাফাত, রাশেদুল ইসলাম রাশেদসহ ৩৬টি ওয়ার্ড ও ৫ থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ