January 22, 2025
আঞ্চলিক

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে ইউল্যাবের শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ইউল্যাব। গতকাল বিকালে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হকের নেতৃত্বে একটি শিক্ষক প্রতিনিধি দল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ইউল্যাবের মুজিব শতবর্ষ উদযাপন শুরু হয়। পুষ্পস্তবক অর্পণের পর বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে সেখানে কিছুক্ষণ নীরবতা পালন করেন।

এসময় ইউল্যাবের অধ্যাপক ড. এইচ এম জহিরুল হকের সাথে আরও  উপস্থিত ছিলেন অধ্যাপক ইমরান রহমান, বিশেষ উপদেষ্টা, ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ; ইংলিশ এন্ড হিউম্যানিটিজ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম; ইউল্যাব স্কুল অব বিজনেস এর অধ্যাপক আবদুল মান্নান; কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক আব্দুল মোত্তালিব; ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক মোফাজ্জল হোসেন; ইউল্যাব উপদেষ্টা অধ্যাপক ওমর রহমান; ইউল্যাব স্কুল অব বিজনেস এর  অধ্যাপক পিঙ্কি সাহা; রেজিষ্ট্রার  লেঃ কর্নেল ফয়জুল ইসলাম (অবঃ) এবং ইউল্যাব স্কুল অব বিজনেস এর সহকারী অধ্যাপক ও কো কারিকুলার অফিসের ডিরেক্টর মেহেদী রাজিব।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *