টুঙ্গিপাড়া থেকে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের মশাল-যাত্রা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস-২০২০’এর মশালযাত্রা শুরু হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল আজিজ আহমেদের হাত ধরে
আজ (বুধবার) সকাল ১১টায় টুঙ্গিপাড়া উপজেলা চত্বরে মশাল প্রজ্জ্বলন করেন জেনারেল আজিজ আহমেদ। পরে তিনি মশালটি জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইলিয়াস হোসেন ও ভলিবল খেলোয়াড় জেসমিন পপির হাতে তুলে দেন। মশালটি হাত বদল হয়ে হয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
এর আগে টুঙ্গিপাড়ায় সকাল সাড়ে দশটার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান। এ সময় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তা এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।