টুংগীপাড়া আ’লীগ সভাপতি শেখ আবদুল হালিমের মৃত্যু
দ¶িণাঞ্চল ডেস্ক
টুংগীপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ আবদুল হালিম (৮৫) আজ সকাল সাড়ে ৬টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …. রাজিউন)। তিনি বাধ্যর্কজনিত কারণে বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, তিনপুত্র ও পাঁচকন্যাসহ অনেক আত্মীয়- স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ আসর গিমাডাঙ্গা টুংগীপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ আবদুল হালিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী, মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।