টি-২০ বিশ্বকাপ শেষে অবসর নেবেন মালিঙ্গা
আগামী বছরের টি-২০ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন শ্রীলংকার সিমিত ওভার অধিনায়ক লাসিথ মালিঙ্গা।
গতকাল মালিঙ্গা বলেন, চলতি বছর ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপ শেষে তিনি এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন। ২০২০ সালের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের পর তিনি আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নেবেন।
সুপার স্পোর্টস পার্কে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজের দ্বিতীয় টি-২০ তে দলের ১৬ রানে পরাজিত হওয়া ম্যাচের পর ৩৫ বছর বয়সী মালিঙ্গা বলেন, ‘বিশ্বকাপ শেষে আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ হতে যাচ্ছে। আমি টি-২০ বিশ্বকাপ খেলে ক্যারিয়ারের সমাপ্তি টানতে চাই।’