টি-টোয়েন্টিতেও নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ আইরিশরা
ওয়ানডেতে দুর্দান্ত লড়াই করেছিল। ভাগ্য সহায় থাকলে সিরিজ জেতারও সম্ভাবনা ছিল আইরিশদের। কিন্তু নিউজিল্যান্ডের অভিজ্ঞতার কাছে হার মানতে হয় স্বাগতিকদের।
টি-টোয়েন্টি সিরিজে এসে অবশ্য কিউইদের কাছে পাত্তাই পেলো না আয়ারল্যান্ড। শুক্রবার রাতে বেলফাস্টে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ১৭৪ করেও ৬ উইকেটের বড় ব্যবধানে হেরেছে তারা। এতে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো স্বাগতিক দল।
টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিল আয়ারল্যান্ড। ওপেনার পল স্টালিংয়ের ২৯ বলে ৪০ আর পরে আট নম্বর ব্যাটার মার্ক এডায়ারের ১৫ বলে ২ চার আর ৪ ছক্কায় ৩৭ রানের ক্যামিওতে ৬ উইকেটে ১৭৪ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল স্বাগতিকরা।
নিউজিল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট নেন ব্লেয়ার থিকনার আর ইশ সোধি।
জবাবে ৮ ওভারের মধ্যে ৬৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল কিউইরা। কিন্তু চতুর্থ উইকেটে ড্যারেল মিচেল আর গ্লেন ফিলিপস ৫৩ বলে ৮২ রানের জুটিতে ম্যাচ অনেকটাই হাতের মুঠোয় নিয়ে আসেন।
মিচেল ৩২ বলে ৪৮ করে আউট হন। এরপর জেমস নিশাম মাত্র ৬ বলে দুটি করে চার-ছক্কায় ২৩ রান তুলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। ৪৪ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন ফিলিপস। এক ওভার বাকি থাকতে জয় তুলে নেয় কিউইরা।
আইরিশ বোলারদের মধ্যে জশ লিটল ২ উইকেট পেলেও ৪ ওভারে খরচ করেন ৩৩ রান।