টি-টোয়েন্টিকে আরও জমাতে ওয়ার্নের অন্যরকম প্রস্তাব
বর্তমান সময়ে টি-টোয়েন্টি ক্রিকেট মানেই যেন হয়ে গেছে ব্যাটসম্যানদের খেলা। যেখানে ১৮০ রান না হলে ধরা হয় ম্যাচটি জমেনি এবং হরহামেশা দলগুলো ১৮০+ রান করেও ফেলে। যার ফলে এই ফরম্যাটে বোলারদের দাপট বা গুরুত্বও গেছে কমে। এ অবস্থার পরিবর্তনের জন্য অন্যরকম প্রস্তাব দিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি বোলার।
টি-টোয়েন্টি ফরম্যাটে একজন বোলার সর্বোচ্চ চার ওভার বোলিং করতে পারেন। যে কারণে এক ম্যাচে ন্যুনতম পাঁচজন বোলার থাকতে হয়। কিন্তু ওয়ার্ন চাচ্ছেন এই ফরম্যাটে একজন বোলারকে ৫ ওভার করে বোলিং করতে দেয়ার কথা। এতে করে খেলাটি ব্যাটসম্যানদের দাপট থেকে বেরিয়ে আসবে বলে ধারণা ওয়ার্নের।
রোববার অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি চলাকালীন ধারাভাষ্য দেয়ার সময় ওয়ার্ন বলেছেন, ‘চারজন বোলার ৫ ওভার করে বোলিং করলে কেমন হয়? আমি মনে করি, এতে করে ব্যাট-বলের লড়াইটা আরও জমজমাট হবে। আপনি নিশ্চয়ই নিজের সেরা বোলারকে টি-টোয়েন্টিতে বেশি বোলিং করাতেই চাইবেন।’
তিনি আরও বলেন, ‘আপনার দলে যখন জোফরা আর্চার, মার্ক উডের মতো আগুনে বোলার থাকে, তখন আপনি তাদের একটি বাড়তি ওভার দিতে চাইবেন না? তাদেরকে পাঁচ ওভার করানো ভালো হবে না? আপনার দলে অবশ্যই বোলিং করার মতো ৮ জন থাকতে পারে, তবে আমি চাই একজনকে পাঁচ ওভার করতে দেয়া হোক।’