টিটোর বাবা স্ট্রোকে আক্রান্ত শয্যাপাশে সিটি মেয়র, আ’লীগের বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
২৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম টিটো বাবা সেন্ট জোসেফ স্কুলের প্রাক্তন শিক্ষক মো. ইকরামুল হক স্ট্রোকে আক্রান্ত হয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অসুস্থতার সংবাদ পেয়ে খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক হাসপাতালে ছুটে যান। তিনি সেখানে কিছু সময় সেখানে অবস্থান করেন এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন। টিটো তার বাবার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
এদিকে ইকরামুল হকের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্উদ্দিন জুয়েল, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।