November 26, 2024
আঞ্চলিকলেটেস্ট

টিকা গ্রহণ করলে রোগের তীব্রতা ও মৃত্যুরহার কম হবে : সিভিল সার্জন

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

 

তথ্য বিবরণী

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির জানুয়ারি মাসের সভা গতকাল রবিবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো¬ঃ ইউসুপ আলীর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাব আবার বৃদ্ধি পাচ্ছে। রবিবার খুলনা জেলায় ১৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তবে টিকা গ্রহণকারী ব্যক্তিরা করোনায় আক্রান্ত হলেও তদের মধ্যে রোগের তীব্রতা ও মৃত্যুরহার কম হবে বলে আশা করা যায়। খুলনা জেলায় ২১ লাখ ব্যক্তিকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রার বিপরীতে গতকাল পর্যন্ত ১৬ লাখের বেশি ব্যক্তিকে প্রথম ডোজ এবং ১০ লাখ ৮০ হাজারের বেশি ব্যক্তিকে দ্বিতীয় ডোজ প্রদান করা হয়েছে। খুলনায় ১৪ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি আছেন। তবে আইসিইউতে কোন করোনাভাইরাস আক্রান্ত রোগী ভর্তি নেই।

সভায় খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম জানান, খুলনা সিটি কর্পোরেশনে ১০ লাখ জনগোষ্ঠীর জন্য ওয়াসা প্রতিদিন ২৪ কোটি লিটার পানির চাহিদার বিপরীতে ১৪ কোটি লিটার পানি সরবরাহ করে।

সভাপতির বক্তৃতায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী বলেন, করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে স্বাস্থ্যবিধি প্রতিপালন ও মাস্ক পরিধান নিশ্চিতে সচেতনতামূলক প্রচারণা চালাতে হবে। এসময় স্কুলভিত্তিক টিকাদান কার্যক্রম সফল করতে উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের সচিব মোঃ ছাদিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) সুশান্ত সরকার, কৃষি সম্প্রসারণ দপ্তরের উপপরিচালক মোঃ হাফিজুর রহমানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *