January 20, 2025
আন্তর্জাতিক

টিকটক-উইচ্যাট নিষিদ্ধ করছে যুক্তরাষ্ট্র

বিশ্বব্যাপী জনপ্রিয় চীনা ভিডিও অ্যাপ টিকটক ও মেসেজিং অ্যাপ উইচ্যাট নিষিদ্ধ করতে চলেছে যুক্তরাষ্ট্র। সব ঠিক থাকলে রোববার (২০ সেপ্টেম্বর) থেকে কোনো অ্যাপস্টোর থেকে যুক্তরাষ্ট্রের কোনো অধিবাসী এই দু’টি অ্যাপ ডাউনলোড করতে পারবেন না বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন।

দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন।

তবে যারা ইতোমধ্যে অ্যাপ দু’টি ডাউনলোড করে চালাচ্ছেন তারা ব্যবহার চালিয়ে যেতে পারলেও আপডেট করতে পারবেন না বলে জানানো হয়েছে।

চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপড়েন নতুন কিছু নয়। করোনার প্রকোপ শুরুর পর সেটা আরো খারাপের দিকে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রথম থেকেই এ ভাইরাসের জন্য চীনকে দোষারোপ করে আসছেন। দেশের তথ্য পাচার হতে পারে এ আশঙ্কা থেকে যুক্তরাষ্ট্রে অ্যাপ দু’টির ব্যবসা কেনার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তাতে সাড়া মেলেনি। এর পরেই চূড়ান্ত সিদ্ধান্তের দিকে যাচ্ছে ট্রাম্প প্রশাসন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *