January 21, 2025
খেলাধুলা

টানা দ্বিতীয়বার সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ

টানা দ্বিতীয়বারের মতো ইউরোপের সবচেয়ে দামি ক্লাবের খেতাব অর্জন করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

রিয়ালের মূল্য বেড়েছে এ বছর ৮ শতাংশ। এমনটি কেপিএমজির প্রতিবেদনে বলা হয়েছে।

রিয়েলের মূল্য ৩৪৭ কোটি ৮০ লাখ ইউরো। দ্বিতীয় স্থানে থাকা ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের মূল্য ৩৩৪ কোটি ২০ লাখ ইউরো। ৩১৯ কোটি ৩০ লাখ ইউরো মূল্য নিয়ে তৃতীয় স্থানে বার্সেলোনা।

জার্মান চ্যাম্পিয়ন দল এফসি বায়ার্ন মিউনিখ ২৮৭ কোটি ৮০ লাখ ইউরো নিয়ে চতুর্থ স্থানে আর বর্তমান চ্যাম্পিয়নস লিগ জয়ী ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভারপুল পঞ্চম স্থানে রয়েছে ২৬৫ কোটি ৮০ লাখ ইউরো নিয়ে।

তালিকার সেরা দশে ম্যানচেস্টার সিটি, চেলসি, টটেনহ্যাম হটস্পার, পিএসজি, আর্সেনাল জায়গা পেলেও জায়গা হয়নি ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের। ১১তম স্থানে রয়েছে ইতালিয়ান জায়ান্টরা।

ইউরোপের সবচেয়ে দামি ১০ ক্লাব

দল                                            দেশ                দাম/ইউরো

রিয়াল মাদ্রিদ                              স্পেন            ৩৪৭ কোটি ৮০ লাখ

ম্যানচেস্টার ইউনাইটেড              ইংল্যান্ড        ৩৩৪ কোটি ২০ লাখ

বার্সেলোনা                                   স্পেন            ৩১৯ কোটি ৩০ লাখ

বায়ার্ন মিউনিখ                            জার্মানি        ২৮৭ কোটি ৮০ লাখ

লিভারপুল                                   ইংল্যান্ড        ২৬৫ কোটি ৮০ লাখ

ম্যানচেস্টার সিটি                          ইংল্যান্ড        ২৬০ কোটি ৬০ লাখ

চেলসি                                          ইংল্যান্ড        ২২১ কোটি ৮০ লাখ

টটেনহ্যাম হটস্পার                       ইংল্যান্ড        ২০৬ কোটি ৭০ লাখ

পিএসজি                                       ফ্রান্স            ১৯১ কোটি ১০ লাখ

আর্সেনাল                                     ইংল্যান্ড        ১৮৫ কোটি ২০ লাখ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *