January 19, 2025
করোনাজাতীয়লেটেস্টশীর্ষ সংবাদ

টানা দ্বিতীয় দিনের মতো করোনা শনাক্ত হাজারের বেশি

করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা টানা দ্বিতীয় দিনের মতো হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) এ ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ১ হাজার ৫২ জন। গতকাল (১০ মার্চ) শনাক্ত হয়েছিল এক হাজার ১৮ জন।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ছয়জনের। মৃত্যুবরণকারী ছয়জনই পুরুষ। তারা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বৃহস্পতিবার (১১ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশের ২১৯ ল্যাবে ১৮ হাজার ৫৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে সর্বমোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়াল ৪২ লাখ ১৬ হাজার ২৮ জন এবং শনাক্তকৃত রোগীর সংখ্যা পাঁচ লাখ ৫৪ হাজার ১৫৬ জন।

৬ জনের মৃত্যুতে দেশে এই মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৫০২ জনে। এদের মধ্যে পুরুষ ৬ হাজার ৪৩০জন (৭৫ দশমিক ৬৩ শতাংশ) ও নারী দুই হাজার ৭২ জন (২৪ দশমিক শূন্য ৩৭ শতাংশ)।

এদিকে, রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৩০৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ সাত হাজার ৯২০ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *