টাইগার যুবাদের জয়ে নগর ছাত্রলীগের আনন্দ মিছিল
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ ক্রিকেটে বিশ^জয় করবে এই আশায় জাতি অনেক দিন বুকে লালন করেছে। ক্রিকেটে বাংলাদেশ একদিন বিশ^ জয় করবে এই স্বপ্ন এখন আর স্বপ্ন নয়। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল অবশেষে এই স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে কোটি ক্রিকেট প্রেমীর চোখে এনেছে আনন্দ অশ্রæ। গত ৯ ফেব্রæয়ারী সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত হওয়া অনুর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ^কাপের ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ভারতকে ৩ উইকেটে হাড়িয়ে বিশ^জয়ের স্বাদ নেয় টাইগার যুবারা। যুব টাইগারদের বিজয়ে সারাদেশের ন্যায় খুলনার ক্রিড়াপ্রেমীরাও আনন্দিত।
এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার সকাল ১১টায় আনন্দ মিছিল করেছে খুলনা মহানগর ছাত্রলীগ। আনন্দ মিছিল শেষে বিজয়ীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রলীগের নেতৃবৃন্দ বলেন, অনেক সংঘর্ষে ফসল আমাদের এই বিজয়। বিজয়ের এই ধারাকে অব্যাহত রাখেতে আরো কঠোর পরিশ্রমী করতে হবে।
খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেলের পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম, খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অসিত বরন বিশ^াস, শেখ মো. আবু হানিফ, যুবনেতা কাজী কামাল হোসেন, ছাত্রনেতা সোহেল বিশ^াস, আসাদুজ্জামান বাবু, এস এম সোহান হোসেন শাওন, জাহির আব্বাস, রহমত সরদার, আব্দুস সালাম, মেহেদী হাসান সুজন, দিদারুল আলম, লাবিব হাসান মিথুন, মাহামুদুল ইসলাম সুজন, শিকদার রাসেল, শেখ সাকিব, সোহান হোসেন শাওন, রেজওয়ান মোড়ল, মাহামুদুল ইসলাম রাজেশ, এম এ হোসেন সবুজ, জোয়েব সিদ্দিকী, এস এম রাজু হোসেন, আহনাফ অর্পন, মো. সাইফুল ইসলাম, সাইমুর নিয়াজ, মো. গালিব হোসেন, শাহ আরাফাত রাহিব, অভিজিৎ সরকার রাহুল, মহাদেব সাহা, সংকর কুন্ডু, প্রিতম সাহা, শফিকুল ইসলাম মুন্না, টিকলী শরীফ, শাওন শিকদার, হাসানুল সাকিব, পিয়াল রায়হান, রাজু প্রমুখ।