December 21, 2024
খেলাধুলা

টাইগারদের ফাস্ট বোলিং কোচ ল্যাঙ্গেভেল্ট, স্পিনে ভেট্টরি

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট দলের নতুন ফাস্ট বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার চার্ল লেঙ্গেভেল্টকে। আর স্পিন বোলিং কোচ হিসেবে নিউজিল্যান্ডের তারকা স্পিনার ড্যানিয়েল ভেট্টরিকে নেওয়া হয়েছে। তাদের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল শনিবার মিরপুরের বিসিবি কার্যালয়ে এক সভায় শেষে এই সিদ্ধান্তগুলো জানান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

ল্যাঙ্গেভেটের সঙ্গে মূলত ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কাজ করতে চায় বিসিবি। তবে এরপর চুক্তি বাড়িয়ে নেওয়া হবে। আর বাংলাদেশের আগামী ভারত সফর থেকে কাজ শুরু করবেন ভেট্টরি। তবে বাঁহাতি এই স্পিনার তার দুই বছর মেয়াদের মধ্যে মোট ১০০ দিন কাজ করবেন।

ল্যাঙ্গেভেল্ট এর আগে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বোলিং কোচ ছিলেন। আর ভেট্টরি আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে কোচিং করিয়েছেন।

সর্বশেষ বাংলাদেশের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালশ। তবে সদ্য শেষ হওয়া বিশ্বকাপের পর ক্যারিবীয় কিংবদন্তি মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তার সঙ্গে আর চুক্তি নবায়ন করেনি বিসিবি।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *