January 21, 2025
বিনোদন জগৎ

‘টম অ্যান্ড জেরি’র পরিচালক জিন ডিচ আর নেই

অস্কারজয়ী পরিচালক ও চিত্রশিল্পী জিন ডিচ (৯৫) আর নেই। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে প্যারাগুয়ের নিজ ফ্ল্যাটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

তার মৃত্যুর খবরটি প্রকাশ পায় রোববার (১৯ এপ্রিল)।

ডিচের মুখপাত্র পেট্র হিমেল আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে তার মৃত্যুর বিষয়টা নিশ্চিত করেছেন। তবে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানায়নি। এছাড়া জিন ডিচের মৃত্যু ‘অপ্রত্যাশিত’ বলেও মন্তব্য করেন তিনি।

জিনের পুরো নাম ইউজিন পমেরিল ডিচ। তিনি বিশ্বজুড়ে বাচ্চাদের জনপ্রিয় কার্টুন সিরিজ ‘টম অ্যান্ড জেরি’র ১৩টি পর্ব পরিচালনা করেছিলেন। এছাড়া ‘পপেয়ে’র বেশকিছু পর্বও তিনি নির্দেশনা দেন।

ক্যারিয়ারের শুরু দিকে জিন উত্তর আমেরিকান এভিয়েশনে একজন নকশাকার হিসাবে কাজ করতেন। এরপর তিনি সামরিক বাহিনীর জন্য কাজ করেন এবং পাইলট হিসেবে প্রশিক্ষণ নেন।

জিন ডিচ ১৯৬০ সালে’ অ্যানিমেটেড সিনেমা ‘মুনরো’র জন্য অস্কার জয় করেন। একই বিভাগে ১৯৬৪ সালে ‘হেয়ারস নুডিংক’ এবং ‘হাও টু এভয়েট ফ্রেন্ডশিপ’র জন্য মনোনয়নও পান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *