টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের আরও ৪৩ শিশুর মুক্তি
দক্ষিণাঞ্চল ডেস্ক
আদালতের নির্দেশে ছাড়া পেল ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত হয়ে টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে থাকা আরও ৪৩ শিশু। টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত¡াবধায়ক মোহাম্মদ এহিয়াতুজ্জামান জানান, হাইকোর্টের নির্দেশনা অনুয়ায়ী বৃহস্পতিবার বিকালে ১২ থেকে ১৮ বছর বয়সী ৪৩ শিশুকে মুক্তি দিয়ে তাদের অভিভাবকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
এ নিয়ে টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রের ১২১ শিশুর মধ্যে ৫৭ জন শিশু মুক্তি পেলো। এর আগে গত ১১ নভেম্বর ১২ বছরের কম বয়সী বন্দি ১১ শিশুকে উচ্চ আদালতের নির্দেশে মুক্তি দেওয়া হয়। এছাড়া ১২ বছরের বেশি বয়সী একজনের সাজার মেয়াদ শেষ হওযায় এবং আদালতের নির্দেশে আরও দুইজনকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানান এহিয়াতুজ্জামান।