December 21, 2024
জাতীয়

টঙ্গীতে ছুরিকাঘাতে এলিট পেইন্ট কর্মকর্তা খুন

দক্ষিণাঞ্চল ডেস্ক

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে একটি বেসরকারি প্রতিষ্ঠঅনের এক কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার রাতে টঙ্গী রেলওয়ে জংশন এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে। নিহত মো. রফিকুল ইসলাম (২৫) চট্টগ্রাম অঞ্চলে এলিট পেইন্টের অ্যাসিস্ট্যান্ট সেলস অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রাম নগরীর হালিশহরের আব্দুল ওয়াদুদ পাটোয়ারীর ছেলে।

টঙ্গী রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. হালিম উজ্জামান জানান, চট্টগ্রাম-ঢাকা রুটে চলাচলকারী সোনার বাংলা ট্রেনটি সাধারণত টঙ্গী জংশনে থামে না। তবে শুক্রবার রাত ১০টা ৫ মিনিটে ট্রেনটি টঙ্গী জংশনে থামে। এ সময় বাইরে থেকে এক ছিনতাইকারী রফিকুলের হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর সময় রফিকুল ট্রেন থেকে নেমে দৌড়ে ছিনতাইকারীকে ধরতে যান। হালিম উজ্জামান বলেন, এ সময়  ছিনতাইকারীরা রফিকুলের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরমধ্যে ট্রেনটিও ছেড়ে চলে যায়।

টঙ্গী (পূর্ব) থানার পরিদর্শক মো. জাহিদুল ইসলাম জানান, রফিকুল চট্টগ্রামের এলিট পেইন্টে অ্যাসিস্ট্যান্ট সেলস অফিসার ছিলেন। তিনি সহকর্মীদের সঙ্গে ট্রেনে ঢাকায় যাচ্ছিলেন। তার সহকর্মীরা পরবর্তী স্টেশনে নেমে তার খোঁজে টঙ্গী স্টেশনে গেলে রফিকুলের খুন হওয়ার খবর জানতে পারেন। এ ঘটনায় রেলওয়ে থানায় মামলা হয়েছে; তবে কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি বলে তিনি জানান।

শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার মো. মাসুদ রানা বলেন, রফিকুলের বুকের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ হাসপাতালে আনার পর চিকিৎসা শুরুর আগেই তার মৃত্যু হয়েছে।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *