November 27, 2024
আন্তর্জাতিক

ঝুঁকিপূর্ণ মোড় ঘোরার সময় যাত্রীবাহী বাস খাদে, নিহত ২২

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ঝুঁকিপূর্ণ মোড় ঘোরার সময় যাত্রীবাহী একটি বাস গভীর খাদে পড়ে যায়। এতে শিশুসহ অন্তত ২২ জন নিহত হয়েছেন।

বুধবার আজাদ কাশ্মীরের সুধানতি জেলায় দুর্ঘটনা ঘটে।

পাকিস্তানের গণমাধ্যম ডনের খবরে বলা হয়, দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কর্মকর্তা গণমাধ্যমকে জানান, একটি ঝুঁকিপূর্ণ মোড় ঘোরার সময় বাসটি গভীর খাদে পড়ে যায়। বাসে ৪০ জনের বেশি যাত্রী ছিল। এটি রাওয়ালপিন্ডি যাচ্ছিল।

৪০ সিটের বাসটি তেহসিলের হেডকোয়ার্টার বেলোচ থেকে রওনা দিচ্ছিল। বাসটি সাত কিলোমিটার যাওয়ার পর কারিগরি ত্রুটি দেখা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এটি সর্বপ্রথম বাম দিক থেকে একটি পাহাড়ে ধাক্কা দেয়, এর পর হঠাৎ দক্ষিণ দিকে ৫০০ মিটার নিচে খাদে পড়ে যায়।

স্থানীয় পুলিশ প্রথমে নিহতের সংখ্যা সাত জন বলে জানিয়েছিল। কিন্তু পরে মৃতের সংখ্যা আরও বেড়েছে বলে জানানো হয়। হতাহতদের সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *