December 27, 2024
আঞ্চলিক

ঝিনাইদহে ১২ স্বর্ণের বারসহ একজন আটক

দক্ষিণাঞ্চল ডেস্ক

ঝিনাইদহে একটি বাসে তল­াশি চালিয়ে এক ডজন সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে; যাকে স্বর্ণ চোরাচালানকারী চক্রের সদস্য বলছে র‌্যাব। র‌্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্তি পুলিশ সুপার মাসুদ আলম জানান, ঝিনাইদহ বিসিক শিল্প নগরী এলাকায় একটি বাস থেকে শনিবার রাত ২টার দিকে শরীফ উদ্দিন নামে ওই ব্যক্তিকে তারা আটক করেন। শরীফ চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা পাড়ার শফি উদ্দিনের ছেলে।

র‌্যাব কর্মকর্তা মাসুদ বলেন, ঢাকা থেকে বাসে করে সোনার একটি চালান দর্শনায় যাচ্ছে গোপনে খবর পেয়ে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল­াশি শুরু করে। এ সময় ঢাকা থেকে দর্শনাগামী ‘পূর্বাশা পরিবহনের’ একটি বাস থেকে চোরাচালানকারী চক্রের সদস্য শরিফকে আটক করা হয়। পরে শরীফের শরীরে তল­াশি চালানো হলে তার জুতার ভেতরে বিশেষ কায়দায় রাখা বারোটি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধার করা স্বর্ণের ওজন এক কেজি চারশ গ্রাম বলে র‌্যাব জানায়।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *