December 28, 2024
জাতীয়

ঝিনাইদহে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

দক্ষিণাঞ্চল ডেস্ক
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় অস্ত্রসহ হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব।
র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, উপজেলার পারদখলপুর গ্রাম থেকে রোববার সকালে তাদের গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তাররা হলেন- ওই গ্রামের নাছিম উদ্দিন মণ্ডলের ছেলে জহর আলি মণ্ডল (৪২) ও আব্দুল বারেকের ছেলে আব্দুস সালাম (৩৭)।
মাসুদ আলম বলেন, “গোপনে খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে একাধিক হত্যা মামলার আসামি ওই দ্ইুজনকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাদের দেওয়া তথ্যে একটি রিভলবার, একটি ওয়ানশুটার গান ও গুলি উদ্ধার করা হয়।”
এরা জেলার বিভিন্ন স্থানে হত্যা ও নাশকতাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে র‌্যাবের এ কর্মকর্তা জানান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *