ঝিনাইদহে সড়ক দুর্ঘটনারোধে সচেতনতামূলক কর্মশালা
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনারোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা শুরু হয়েছে। শনিবার কাঞ্চননগর স্কুল এ্যান্ড কলেজে ৪০০ শিক্ষার্থী এ কর্মশালায় অংশ গ্রহন করে। জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর সালাহউদ্দিন জানান, সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য ঝিনাইদহ ট্রাফিক পুলিশ সচেতনতামূলক কর্মশালা শুরু করছে।
রাস্তা পারাপারের জন্য শিক্ষার্থীদেরকে ডানপাশ ব্যবহার করার জন্য বলা হয়। যেহেতু আমাদের দেশে গাড়ি চলে বাম পাশ দিয়ে, পথচারী বাম পাশ দিয়ে চললে পিছন থেকে মেরে দেয়ার সম্ভবনা থাকে। কিন্তু ডান পাশ দিয়ে চললে পথচারীর পিছনে কোনো গাড়ি থাকে না ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকে। তবে ফুটপাত থাকলে যে কোনো পাশ ব্যবহার করা যেতে পারে।
তিনি আরও জানান, এছাড়া যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য স্মার্ট ফোন এর ব্যবহার থেকে বিরত থাকা এবং মাদকের ভয়াাবহ অবস্থার উপর গুরুত্ব দেওয়া হয়। দ্রæতগতির মোটরসাইকেল দূর্ঘটনায় যুব সমাজের একটা অংশ অকালে ঝরে যাচ্ছে সে বিষয়টি বলা হয়।