ঝিনাইদহে স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
দক্ষিণাঞ্চল ডেস্ক
ঝিনাইদহে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদÐ দিয়েছে জেলার একটি আদালত। গতকাল মঙ্গলবার ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিএমএ আলিম আল রাজী আসামির অনুপস্থিতিতে এ রায় দেন। দÐিত দিদার লস্কর ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রাজনগর গ্রামের মৃত মকলেছুর রহমানের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ পিপি বজলুর রহমান বলেন, ২০১২ সালের ২৮ সেপ্টেম্বর দিদার লস্কর যৌতুকের জন্য তার স্ত্রী শিলা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরদিন নিহতের মা হাসিনা বেগম বাদী হয়ে স্বামী দিদার লস্করসহ তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে দিদার লস্করের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।