ঝিনাইদহে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক
দক্ষিণাঞ্চল ডেস্ক
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় স্ত্রীকে হত্যার অভিযোগে পুলিশ তার স্বামীকে আটক করেছে। জেলার অতিরিত্ত পুলিশ সুপার কনক কুমার দাস জানান, সোমবার সকালে কালীগঞ্জ উপজেলার ফয়লা গ্রাম থেকে রিপা রানী বিশ্বাস (২২) নামে এই নারীর লাশ উদ্ধার করেন তারা। রিপা ওই গ্রামের সুরঞ্জন বিশ্বাসের স্ত্রী। মাগুরার শালিখা উপজেলার চটকাবাড়ি গ্রামের দিলীপ বিশ্বাসের মেয়ে তিনি।
পুলিশ কর্মকর্তা কনক বলেন, বছর খানেক আগে তাদের বিয়ে হলেও বনিবনা হয়নি। রোববার রাত ১টার দিকে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। সকালে মৃত্যুর খবর পেয়ে পুলিশ গিয়ে লাশের গলায় আঙ্গুলের চিহ্ন দেখতে পায়। এতে পুলিশের সন্দেহ হলে রিপার স্বামী সুরঞ্জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ করলে সুরঞ্জন তার স্ত্রীকে গলা টিপে ধরার কথা স্বীকার করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।